আপডেট
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল

মুফতি আ ফ ম আকরাম হুসাইন ( প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল )

  • জন্ম তারিখ: মার্চ ০৩, ১৯৯০
  • রক্তের গ্রুপ: O+
  • যোগ্যতা: হাফেজ, মাওলানা, মুফতী, এম, এ
  • ফোন নম্বর: ০১৬১৬-৬৫৮৬৮৬
  • ইমেইল: akram.ahai@gmail.com
  • ঠিকানা: বড়গ্রাম, আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।
  • প্রিন্সিপাল পরিচিতি

    মুফতি আ ফ ম আকরাম হুসাইন হাফিযাহুল্লাহ বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন, গবেষক, লেখক, খতিব, মুফাসসির ও সংগঠক। তিনি ১৯৮৮ সালের ৫ ডিসেম্বর শরীয়তপুর জেলার আংগারিয়া বাজারে এক ধর্মপরায়ণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল হাই মুন্সী রহ. শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী বড়াইল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। সেখানেই তিনি তার প্রাথমিক ইসলামী শিক্ষা গ্রহণ করেন।

    পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য কওমি মাদরাসায় উচ্চতর ইসলামি শিক্ষা অর্জন করেন। তিনি দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করার পাশাপাশি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে দক্ষতা অর্জন করেন। এছাড়া তিনি ইফতা বিভাগেও অধ্যয়ন করে ফিকহ ও ফতোয়ার যোগ্যতা অর্জন করেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি শিক্ষাগ্রহণে অংশ নেন। সৌদি আরবের মক্কা শরীফের পবিত্র মসজিদে হারামে “ফিকহুল মানাসিক” কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

    বর্তমানে তিনি রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে অবস্থিত জামি‘আতুস সুন্নাহ-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম হিসেবে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও তিনি সুন্নাহ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান এবং জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব। তিনি উত্তরা তালীমুল ইসলাম মাদরাসা ও কামরাঙ্গীরচরের আশরাফুল উলূম মাদরাসার শায়খুল হাদীস এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী চৌধুরী বাজার জামে মসজিদের জনপ্রিয় খতীব। পাশাপাশি তিনি জামিয়া শারিফিয়া আরাবিয়া, লালবাগের মুহাদ্দিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    মুফতি আ ফ ম আকরাম হুসাইন একজন সৃজনশীল লেখক ও অনুবাদক। তার মৌলিক রচনার মধ্যে রয়েছে ফিকহুল হাদীস ও উলূমুল হাদীস—যা হাদীস ও ফিকহ চর্চায় বিশেষ অবদান রাখছে। তাছাড়া তিনি সহিহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ তুহফাতুল কারী বাংলায় অনুবাদ করেছেন। তিনি বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক লেখক জুলফিকার আহমদ নকশবন্দীর বহু গ্রন্থ অনুবাদ করেছেন, যার মধ্যে একটু পরেই কিয়ামত, প্রেম দরিয়ায় ডুব দিয়ে যাই, ও ইশকে রাসূল বিশেষভাবে পাঠকপ্রিয়তা পেয়েছে।

    তিনি একজন আধ্যাত্মিক পথপ্রদর্শকও বটে। বাংলাদেশের খ্যাতিমান পীর মুফতি জাফর আহমদ (ঢালকানগর হুজুর) রহ. এর খেলাফতপ্রাপ্ত খলিফা এবং উপমহাদেশের আলোচিত আলেম ও বুযুর্গ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিযাহুল্লাহ-এর পক্ষ থেকেও খেলাফতপ্রাপ্ত।

    সমগ্র দেশজুড়ে তিনি একজন সুনামধন্য ইসলামি চিন্তাবিদ, প্রভাবশালী মুবাল্লিগ ও নিরলস দ্বীনি খাদেম হিসেবে পরিচিত। তার মূল লক্ষ্য হলো—প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ সমাজে বাস্তবায়ন এবং ইসলামি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

    হোয়াটসাঅ্যাপ চ্যাট
    মেসেঞ্জার চ্যাট